নীলফামারীর ডোমার উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোর করে ধর্ষণচেষ্টা করার সময় বন বিভাগের গোমনাতী বিটের বাগান মালী মো. হানিফকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
হানিফ উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। রোববার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রীটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
নুরসহ ধর্ষকদের বিচারের দাবিতে এখনও রাজপথে ঢাবি শিক্ষার্থী
মামলা সূত্রে জানা যায়, বন বিভাগের গোমনাতী বিটের কর্মরত বাগান মালী হানিফ বিট অফিস সংলগ্ন এলাকার এক স্কুলছাত্রীকে প্রায় অনৈতিক প্রস্তাব দিতে। ঘটনার দিন শনিবার (১০ অক্টোবর) দুপুরে ওই স্কুলছাত্রীর বাড়িতে যায় হানিফ। ওইছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। এসময় ছাত্রীটি চিৎকার করলে তার মা ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তারা হানিফকে আটক করে। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোমনাতী বিট অফিসার আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, হানিফ নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। মেয়েটির মা মামলা করলে তাকে গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।