DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সিলেটের রায়হান হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি মেয়র আরিফের

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মহানগর পুলিশ আশ্বস্ত করেছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন। এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য তদন্তে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার বিভাগীয় তদন্ত করার দাবিও জানান সিসিক মেয়র।

সোমবার (১২ অক্টোবর) রাতে নগরের আখালিয়ার নেহারীপাড়ায় নিহত রায়হান উদ্দিনের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

৩ লক্ষ্য টাকায় মায়ার হত্যা হয়ে গেল আত্মহত্যা

মেয়রকে দেখে রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কান্নায় ভেঙে পড়েন এবং তারা ‘হত্যাকারীদের’ ফাঁসি চান। এ সময় আরিফুল হক চৌধুরী তাদের সান্ত্বনা দেন এবং দোষীদের শাস্তি নিশ্চিতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। পরে রায়হানের আড়াই মাস বয়সী কন্যা সন্তান আলফা বেগমকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় নিজের চোখ থেকে জল মুছতে দেখা যায় এ নগর পিতাকে।

ব্যালন ডি অর অ্যাওয়ার্ড

এ সময় মেয়রের সঙ্গে স্থানীয় সিটি কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার (১১ অক্টোবর) সকালে রায়হান উদ্দিন ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে মারা যান। তিনি সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ছিনতাইয়ের দায়ে নগরীর কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন তিনি। তবে, রায়হানের পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে নিহত হয় রায়হান। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮