ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান সিইসি। তিনি বলেন, নিক্সন চৌধুরী আচরণবিধি ভঙ্গ করেছেন তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, আজ-কালের মধ্যেই সেটা পাঠানো হবে। প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেও জানান, নুরুল হুদা।
তিনি বলেন, নিক্সন চৌধুরী আচরণবিধি ভঙ্গ করেছেন তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, আজ-কালের মধ্যেই সেটা পাঠানো হবে। প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেও জানান, নুরুল হুদা।
সর্বসম্মতিতে সিএমজি গায়ানার সভাপতি হলেন ডা. মোমেন
ফরিদপুরের ঘটনা শক্ত হাতে মোকাবেলা করার কথা জানান, প্রধান নির্বাচন কমিশনার। করোনার মধ্যে আর কোনো নির্বাচন পেছানো হবে না বলেও জানান, সিইসি।