DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাস মুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আক্রান্ত হওয়ার ১২ দিন পর করোনাভাইরাস মুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একথা জানান হোয়াইট হাউজ চিকিৎসক শন কনলি।

তিনি জানান, টানা দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের ফলাফল নেগেটিভ এসেছে। করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর প্রথমবারের মতো গত সোমবার রাতে ফ্লোরিডায়া নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছে ট্রাম্পের।

ইরানকে ট্রাম্পের দেউলিয়া ঘোষণা

উল্লেখ্য, গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত অবস্থাতেই গত ৫ অক্টোবর  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরেন।

গত রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে তিনি এখন করোনাভাইরাস ‘প্রতিরোধী’।

প্রসঙ্গত, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৫৬৯ জনে পৌঁছেছে।

পরিসংখ্যান তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৭৮ হাজার ৮৬৮ জন।

এছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৯৬ হাজারেরও বেশি ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]