মোঃ আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নারায়ন চন্দ্র দে কবিরাজ বাড়ি শ্রী শ্রী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের সম্পত্তি রক্ষা ও হামলা কারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় মন্দির কমিটি ও সনাতন সম্প্রদায় এর আয়োজনে উপজেলার রাজাপুর প্রেসক্লাব চত্ত্বরে আধঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা মেডিকেলে জরুরি বিভাগের চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি জয়রাম তেওয়ারী, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক গোপাল কর্মকার, নারায়ন চন্দ্র দে কবিরাজ বাড়ি শ্রী শ্রী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির এর সভাপতি হিমাংশু কুমার দাস, সাধারন সম্পাদক নিহার মিস্ত্রী, স্বপন পাটিগড় প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এক স্মারক লিপি প্রদান করেন।