বোরহানউদ্দিন দেওয়ানগঞ্জ প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বিট পুলিশিংকার্যক্রম । জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের চর আমখাওয়া ইউনিয়ন পরিষদে ১৭ অক্টোবর শনিবার সকাল দশটা বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন , সানন্দবাড়ী হাট ইজারাদার ও শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জয়নুল আবেদীন । সভাপতিত্ব করেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক এস আই আনোয়ার হোসেন ।
বক্তব্য রাখেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান। উপসহকারী পুলিশ পরিদর্শক এএসআই সোহেল রানা, চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ , সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সানন্দবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র ওমর ফারুক ও রেখা মনি, সঞ্চালনা করেন সানন্দবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক আনোয়ার হোসেন আকন্দ।
সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল দশটায় ডাংধরা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ, সভাপতিত্ব করেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক আফতাব উদ্দিন, বক্তব্য রাখেন কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানুল ইসলাম, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগ এর জয়েন সেক্রেটারি শাহ জামাল, সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপ সহকারী পুলিশ পরিদর্শক এএসআই হারুন-অর-রশিদ, ডাংধরা ইউনিয়ন পরিষদের সদস্য আইনুল হক ও সাহেরা খাতুন, ডাংধরা ইউনিয়নের প্রজন্ম লীগের সভাপতি রাশেদুল ইসলাম। সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।