শিরোনাম:
আলুর দাম বাড়ছে
News Editor
- আপডেট সময় : ০৪:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১০৮৮ বার পড়া হয়েছে
কৃষি বিপণন অধিদফতর থেকে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করা হলেও তা বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আজ বিকেলে খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনর্নির্ধারণ করা হবে।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩৮০ জন, ১৮ জনের মৃত্যু
এর আগে, গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দেয় কৃষি বিপণন অধিদফতর।
এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু এই দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা।

















