সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যায় প্রধান অভিযুক্ত এসআই আকবরকে আইনশৃঙ্খলা বাহিনী হন্যে হয়ে খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে, নগরীর আখলিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা কোরে এ কথা বলেন তিনি। দুপুর দেড়টার দিকে রায়হানের বাড়িতে যান পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় নগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রায়হানের স্বজনদের বক্তব্য শোনেন মন্ত্রী। ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যু হয় আখালিয়া এলাকার যুবক রায়হানের।
রায়হান হত্যা: গ্রেফতার কনস্টেবল টিটু চন্দ্র রিমান্ডে
এ ঘটনায় সাময়িক বরখাস্তের পর পলাতক রয়েছে ফাঁড়ির ইনচার্জ, এসআই আকবর। এ ঘটনার বিবরণ তুলে ধরে রোববার (১৯ অক্টোবর) আদালতে সাক্ষ্য দিয়েছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তিন কনস্টেবল।
এ ছাড়া এসআই আকবরকে পালাতে সহায়তাকারীদের খুঁজতে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।