DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অদৃশ্য শক্তির জন্য সড়ক নিরাপদ করতে পারছিনা নিরাপদ সড়ক চাই দিবসে ওসির বক্তব্য

News Editor
অক্টোবর ২২, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

পূর্ণিমা হোসাইন, ভৈরব উপজেলা প্রতিনিধি : ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস।২৬ বছর পূর্তি উপলক্ষে সমাজিক দূরত্ব বজায় রেখে ভৈরব উপজেলা প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করেন।সভাটিতে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা প্রশাসন,ও ভৈরবের রাজনৈতিক ব্যক্তিগনসহ সাংবাদিকবৃন্দ।আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হাইওয়ে থানার ওসি মামুন রাহমান তার বক্তব্যে বলেন, সড়কে কোনো দূর্ঘটনা হলে বা সড়কে যানযট হলে জনগণ হাইওয়ে থানা পুলিশ বা ট্রাফিক পুলিশকে গালমন্দ করে।কিন্তু আমরা পুলিশরা খুবই অসহায়।
কারণ আমরা রাস্তার পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে গেলে এলাকার অদৃশ্য শক্তির জন্য পারি না। উল্টো আমাদেরকে বলা হয় আমরা অসাদু ব্যাবসায়িদের কাছে চাঁদা আনতে গিয়েছি। এই অপবাদ দিয়ে অদৃশ্য শক্তির মাধ্যমে আমাদের থামিয়ে দেওয়া হয়। তিনি আরো বলেন,ভৈরবের মত একটি জায়গায় আমি ওসি হিসেবে কাজ করতে চায় না। জনগণের ভালোর জন্য কাজ করতে গেলে উল্টো আমারা দোষী হয়।এই বিষয়ে আবার আতিক আহমেদ সৌরভ (ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) তার বক্তব্যে বলেন, অদৃশ্য শক্তি বলতে হাইওয়ে ওসি কার দিকে ইঙ্গিত করছেন। আপনি সকলের সামনে সেই অদৃশ্য শক্তিকে তুলে ধরুন তাহলে অবশ্যই সমস্যার সমাধান হবে।এবং আমরা আপনার পাশে থাকবো।
তখন অনুষ্ঠানে উপস্থিত থাকা ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু এবং নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এস.এম বাকি বিল্লাহ বলেন,প্রশাসনের হাতে সবকিছু আপনি ভালোভাবে না পালরে মামলা দেন মোবাইল কোর্ট করে জরিমানা করেন।সড়কের যানযট নিরসন করতে হলে এটিই একটি উত্তম উপায়।মোটরবাইক এবং সিনএনজিগুলোকে সাবধান করতে হবে যাতে তারা তারাহুরো না করে রাস্তা দিয়ে গাড়ি চালায়। তাহলেই খুব কম দূর্ঘটনা হবে।নিরাপদ সড়ক চাই দিবসের আলোচনার প্রধান অতিথি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, ভৈরবের সড়ককে নিরাপদ করাটা খুবই কঠিন। দুর্জয় মোড়ে যে যানযটের সৃষ্টি হয় তার কারণ হল ফুটপাতে দোকান, রাস্তায় দীর্ঘসময় দাড়িয়ে থাকা বাস।এগুলো আমি বেশ কয়েকবার উচ্ছেদ করেছি উচ্ছেদর কয়েকদিন পর আবার সেই একই হয়।মোবাইল কোর্ট পরিচালনা করে অনেককেই জরিমানা করেছি তাতেও কোনো কাজ হয়নি। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।
এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মির্জা সুলাইমান (প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ)উপস্থিত ছিলেন অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু (সভাপতি ভৈরব প্রসক্লাব)উপস্থিত ছিলেন তাজুল ইসলাম তাজ ভৈরবী (সভাপতি, রিপোটার্স ক্লাব ও ইউনিটি) এবং আসাদুজ্জামান ফারুক(সভাপতি টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন)।আলোচনা সভাটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬