যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামে স্বরূপজান বেগম (৫০) এক মাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার চেষ্টা করেছে নেশাখোর ছেলে তৌহিদ মিয়া (৩৫) ।জানা যায়, বুধবার বিকালে মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে শারীরিক নির্যাতন করে বাড়ির পার্শ্বে মাটির গর্তের মধ্যে পলিথিন পেঁচিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। অসহায় ঐ মা সম্বন্ধকাঠি গ্রামের নুর মোহাম্মদ এর স্ত্রী।
এ ঘটনার পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থা খারাপ হলে যশোর থেকে খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা।এ ব্যাপারে শার্শা থানার ডিউটি অফিসার এএসআই কুদ্দুস মিয়া জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ছেলে তৌহিদ মিয়া (৩৫)কে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মামলার হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।