ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের চূড়ান্ত বিতর্কে কে এগিয়ে আছেন, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বিতর্কে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে কে বিজয়ী মতামতের ভিত্তিতে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।
শুক্রবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যমটি তাদের জরিপের ভিত্তিতে জানিয়েছে, দ্বিতীয় ও শেষ বিতর্কে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রেসিডন্ট পদপ্রার্থী জো বাইডেন।
শেষ বিতর্কের দর্শকদের মতামতের ভিত্তিতে সিএনএন ইনস্ট্যান্ট পোল বলছে, চূড়ান্ত বিতর্কে ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো করেছেন। জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ দর্শক বলেছেন, শেষ বিতর্কে বাইডেন জয়লাভ করেছেন। অন্যদিকে, ৩৯ শতাংশ দর্শক বলেছেন, এই বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন।
আরও পড়ুন: নির্বাচনে কেউ আমাকে হারাতে পারবে না: ট্রাম্প
এর আগে, প্রথম বিতর্কের পর সিএনএন পোল জানায়, ২৮ শতাংশ দর্শক মনে করেন, সেই বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন। অন্যদিকে, ৬০ শতাংশ দর্শক বাইডেনের জয়ের পক্ষে মত দিয়েছিলেন।
সিএনএন ছাড়াও আরও দুটি জরিপে বিতর্কে বাইডেন জয়ী হন বলে মত দিয়েছেন দর্শকরা।
সাধারণ মানুষের মতামত নিয়ে ডেটা প্রোগ্রেস জরিপের তথ্য বলছে, বিতর্কে বাইডেনের জয়ের পক্ষে ভোট দিয়েছেন ৫২ শতাংশ দর্শক। আর ট্রাম্পের জয়ের পক্ষে ৪১ শতাংশ দর্শক।
আরও পড়ুন: নির্বাচনে কেউ আমাকে হারাতে পারবে না: ট্রাম্প
ইউএস পলিটিকসের জরিপ সূত্রে, ৫২ শতাংশ দর্শক মনে করেন বিতর্কে বাইডেন জয়ী। আর ট্রাম্প জয়ী হয়েছেন এমনটা মনে করেন ৩৯ শতাংশ দর্শক।
অধিকাংশ জরিপ অনুযায়ী বিতর্কে বিজয়ের নিশানা উড়িয়েছেন জো বাইডেন। চূড়ান্ত বিতর্কমঞ্চে ট্রাম্প অনেটাই নিষ্ক্রিয় ছিলেন জানান অনেক মার্কিনি। দর্শকদের মতামতের ভিত্তিতে ট্রাম্পের পিছিয়ে পড়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে তার বিরুদ্ধে নেতিবাচক প্রভাব পড়তে পারে।