DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ১৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

News Editor
অক্টোবর ২৩, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হৃদরোগে আক্রান্ত ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। গুরুতর অবস্থায় তাকে রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছে।

ভারতের ক্রীড়া সাংবাদিক লীনা ঠাকরে কপিলের অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন। টুইটে তিনি লেখেন, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে  অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

লীনা ঠাকরের এই টুইটের পর ভারতের ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ‘হরিয়ানা হ্যারিকেন’ খ্যাত বিশ্বকাপজয়ী ভারত দলের সাবেক অধিনায়ক কেমন আছেন তা জানতে যোগাযোগ করছেন অনেকেই।

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলে ৫২৪৮ রান করেছেন কপিল। নিয়েছেন ৪৩৪টি উইকেট নিয়েছেন। এছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭