DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

এল ক্লাসিকো: বার্সা-রিয়াল মহারণ রাতে

News Editor
অক্টোবর ২৪, ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লিগে শেষ ম্যাচে হারলেও চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাসী স্বাগতিক কাতালানরা। আর টানা দুই হারে বড় চ্যালেঞ্জের মুখে মাদ্রিদিস্তানরা। ক্যাম্প ন্যু’তে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টায়।

উপমহাদেশে লা-লিগার দর্শকরা ম্যাচ দেখেন ফেসবুক লাইভে। তাই টিভির রিমোট কন্ট্রোলের ওপর চাপ কমেছে। তবে রাত ৮টায় বাড়তি চাপে থাকবে এ অঞ্চলের অন্তর্জালে। কারণ মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করতে চাইবেন না ফুটবলপ্রেমীরা।

স্প্যানিশ ধ্রুপদী লড়াইয়ের আগে চোখ বুলানো যাক পরিসংখ্যানে। ইতিহাসে ২৪৪ বার প্রতিযোগিতামূলক খেলায় মুখোমুখি হয়েছে দু’দল। ৫২ অমীমাংসিত ছিল ম্যাচ। নিক্তিটাও নেই কারও পক্ষে। বার্সা-রিয়াল উভয়ের জয়ের সংখ্যাও সমান ৯৬টি করে।

অবশ্য মঞ্চটা লা লিগার বলে একটু হলেও এগিয়ে মাদ্রিদিস্তানরা। স্প্যানিশ টপ ফ্লাইটে ১৮১ দেখায় কাতালানদের ৭২ জয়ের বিপরীতে একটা জয় বেশি আছে লসব্লাঙ্কোদের। যদিও সেই স্বস্তিটা উবে যেতে পারে একজন লিওনেল মেসির সামনে। কারণ এল ক্লাসিকোয় সর্বোচ্চ ২৬ বার বল জালবন্দি করার রেকর্ডটা এসেছে এই আর্জেন্টাইনের বুট থেকে।

চলতি মৌসুমে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যদিও বার্নাব্যুতে মার্চে সবশেষ দেখায় ২-০ গোলের জয় তুলেছিল মাদ্রিদ জায়ান্টরা, তারপরও খুব একটা স্বস্তিতে নেই জিদান। কারণটা পরিষ্কার। লা-লিগায় শেষ ম্যাচে অখ্যাত কাদিজের কাছে হেরে এসেছে রামোসবাহিনী। 

চ্যাম্পিয়ন্স লিগের ওপেনারেও স্বাগতিক হয়ে ৩-২ গোলের হেরেছে শাখতার দোনেস্কের কাছে। জিজুর চিন্তা আরও বাড়বে দলের ইনজুরি তালিকায় চোখ রাখলে। হ্যাজার্ড-কারভাহালসহ মোট ৫ সদস্য নিশ্চিতভাবেই খেলতে পারছেন না গুরুত্বপূর্ণ ম্যাচটা। ফিরতে পারেন কাপ্তান রামোস। মদ্রিচ-ক্যাসিমিরোদের দায়িত্ব নিয়ে খেলতে হবে পুরো সময়।

ইনজুরির সমস্যা আছে কাতালান শিবিরেও। রক্ষণে উমতিতি নেই। গোলপোস্টেও নাম্বার ওয়ান স্টেগান ভুগছেন হাঁটুর ইনজুরিতে। তবে পিকে-লেংলে-ডি ইয়ংরা ভালো বোঝাপড়া দেখিয়েছেন শেষ ম্যাচে। ফেরেঙ্ক ভারোসের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয়ে।

মেসি-আনসু ফাতি-কৌতিনিয়ো-পেদ্রি আর ডেম্বেলে; ৫ জনই নাম তুলেছেন স্কোর শিটে। আত্মবিশ্বাসটা তাই তুঙ্গে বার্সেলোনার। মৌসুমে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে থাকলেও ম্যাচ খেলেছে ৪টা।

পরিসংখ্যানে সবমিলিয়ে আবারও মাদ্রিদের এগিয়ে যাওয়া নাকি লা লিগায় কাঁধে কাঁধ মেলাবে বার্সা তার অপেক্ষায় প্রহর গুনছে সমর্থকরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১