প্রতি মৌসুমে ৪০+ গোলের নিশ্চয়তা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো। এই রোনালদোর গোলের উপর ভর করে অসংখ্য ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু যখন রোনালদো ছিল তখন হয়তো রোনালদোর মর্মটা বুঝতে পারেনি রিয়াল। তাই ২০১৮ সালে রোনালদোকে বিক্রি করে দেয় রিয়াল। কিন্তু রিয়াল মাদ্রিদ রোনালদোকে বিক্রি করে কি ভুল করেছে সেটা বুঝতে পারে বিক্রি করার পর।
২০১৮ সালে রোনালদোর বিক্রির পর এখন রিয়াল মাদ্রিদের আক্রমন ভাগ হয়ে গেছে ভোতা। ২ গোল হজম করলেই আর জয়ের স্বপ্ন দেখতে ভয় পায় ভক্তরা। অথচ একটা সময় এমন কত ম্যাচে রোনালদো গোল করে জিতিয়েছিলেন। তাই রোনালদোকে বিক্রি করাটা রিয়াল মাদ্রিদের পাগলাটে একটা সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক সভাপতি কালদেরন।
বিশ্বকাপ বাছাইপর্ব:দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা
তিনি বলেন, “যেহেতু ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিক্রি করাটা ছিল পাগলাটে, তাই এটা স্পষ্ট ছিল যে দলকে শক্তিশালী করার জন্য এই পজিশনে ভালো তারকা প্রয়োজন ছিল এবং অন্য পজিশনেও। কিন্তু দুঃজনক বাস্তবতা হল তেমন কিছু হয়নি।
“সাখতারের বিপক্ষে অনেকগুলো ভুল ছিল। পারফর্মেন্স খারাপ ছিল। আমি নিশ্চিত ভুলগুলোর একটি লাইনআপ। কিন্তু এই জন্য একজন ব্যক্তিকে দোষারোপ করা উচিত নয়। রোনালদোকে তাদের বিক্রি করাটা ছিল পাগলামি, কারণ তাদের দলে আর কোন স্কোরার নেই।”