দেলোয়ার হোসেন,ফেনী প্রতিনিধি:ফেনীর স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় “মুজিব বর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার” – শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো: শাহ্ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (বিপিএম,পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন,সংবাদের পাশাপাশি সাংবাদিকদের সমাজের জন্য কিছু কাজ করতে হবে। অপসাংবাদিকতা রুখতে হবে।সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে।এটি শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয় পত্র প্রদান করা হবে।প্রেস কাউন্সিলের পরিচয় পত্রের বাইরে সাংবাদিকতা করার আরসুযোগ থাকবে না। মতবিনিময় সভায় ফেনীর স্থানীয় সাংবাদিকবৃন্দ বক্তব্য প্রদান করেন।