DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুর্যোগ সহনীয় ঘর পরিদর্শনে শিল্প সচিব কে এম আলী আজম

News Editor
অক্টোবর ২৮, ২০২০ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলা প্রতিনিধি: আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি সুস্থ্য থাকলে দেশের মানুষ ভালো থাকবে, তিনি দেশের অসহায় দুস্থ ও ভূমিহীনদের পুনঃর্বাসনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় ঘরহীনদের দূর্যোগ সহনীয় ঘর করে দিচ্ছে সরকার, বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ উপলক্ষে অসহায় দু’টি পরিবারের মাঝে দূর্যোগ সহনীয় ২’টি পাকা ঘর নিজস্ব অর্থায়নে করে দেয়াসহ উক্ত ঘর পরিদর্শনকালে বুধবার সকাল সাড়ে ১০টায় শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আযম উপস্থিত সকলের উদ্দেশ্যে এ কথা বলেন।

এসময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন বলেন, ইতিমধ্যে মোল্লাহাটের ১০২টি অসহায় পরিবারকে সরকারের পক্ষ থেকে দূর্যোগ সহনীয় পাকা ঘর করে দেয়া হয়েছে এবং এ কার্যত্রম অব্যাহত আছে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-সহকারী কমিমনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান হায়দার মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।

দূর্যোগ সহনীয় পাঁকা ঘর পেয়ে গাড়ফা গ্রামের মোঃ জব্বার ও উদয়পুর গ্রামের মোঃ রফিকুল বলেন, তারা চাওয়ার চেয়ে অনেক বেশী পেয়েছেন, এতোদিন অনেক কষ্টে ঝুপড়ি ঘরে বসবাস করতেন, এখন পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দে পাকাঁ ঘরে বসবাস করতে পারবেন বলেও জানান তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮