করোনার দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে প্রবাসী বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। সম্প্রতি দেশটির হোম অফিস রেড লিষ্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।
সরকারি এই সিদ্ধান্তে নতুন করে বাংলাদেশের নাম উঠায় হতাশ প্রবাসীরা। ব্যবসায় লোকসান ও চাকরি হারানোর শঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় অনেকে।
প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হাইকমিশনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।