DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ট্রিপল মার্ডার: ০৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক- ০৪

News Editor
অক্টোবর ৩১, ২০২০ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রিপল মার্ডার এর ঘটনায় নিহত আসাদ মিয়ার বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে মৃতের ছোটভাই দ্বীন ইসলামকে প্রধান আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ জলিল এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত আসাদ মিয়ার বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে হাজির করা হবে।

পুলিশের ভাষ্য, এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এবং বাকী পাঁচজনকে আটক করতে অভিযান অব্যাহত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন নিহত আসাদের ছোটভাই দ্বীন ইসলাম। সে ভবগুরে মানুষ। বিভিন্ন নেশার সাথে সম্পৃক্ত।

উল্লেখ‌্য, বৃহস্পতিবার মো: আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভিন (৪৫) ও শিশু সন্তান লিয়ন (১১) কে নৃশংসভাবে হত্যা করে বাড়ির পেছনে একটি গর্তে মাটি চাপা দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে একই গর্ত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]