DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট এ ২৯কেজি গাঁজাসহ দুই পাইকারি বিক্রেতা আটক

News Editor
অক্টোবর ৩১, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শেখ সাগর আহমেদ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে ২৯ কেজি গাঁজাসহ ২ পাইকারী বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর উত্তরপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশী করে গাঁজাসহ মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করে র‌্যাব।

আটককৃতরা হল-দিনাজপুরের কোতয়ালী থানার দিঘন এলাকার মোঃ ফজলুর রহমান শাহার ছেলে ট্রাক চালক কামরুজ্জামান শাহা (৪৩) এবং পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ছোট সৌলা এলাকার মোঃ বাবুল তহসিলদারের ছেলে চালকের সহযোগী মোঃ রবিউল ইসলাম বায়েজিদ (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মোঃ মাহবুব-উল-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশী করে ২৯ কেজি গাঁজা পাওয়া যায়। ট্রাকের চালক ও চালকের সহযোগীকে আমরা আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।