খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১০৭২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে মো: মনির হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো: আলমগীর হাসান এ রায় দেন।
নবীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সৎ মাকে হত্যার চেষ্টা, কুলাঙ্গার সন্তান আটক
আদালত সূত্রে জানা যায়, ২০১৯সালের ১৭জুলাই খাগড়াছড়ি জেলা সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মো. মনির হোসেন। ঘটনার দুই দিন পর কলেজ গেট এলাকায় দরজা বন্ধ ঘর থেকে রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে নিহত রোজিনা বেগমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকটে বিধান কানুনগো জানান, ৮জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দিয়েছেন।
















