কাগজে-কলমে বেইজমেন্টে পার্কিং-এর কথা থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মার্কেটগুলোয় তার চিহ্নমাত্র নেই। বেইজমেন্ট দখল করেও গড়ে উঠেছে দোকানপাট। খুব শিগগিরই অবৈধ দখলদার উচ্ছেদের আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপসের।
বুধবার (৪ নভেম্বর) সকালে পুরান ঢাকার কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ শুনানি দিন ধার্য
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি মার্কেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। নথিপত্রে তার প্রমাণ থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। বেশিরভাগ মার্কেটের বেইজমেন্ট দখল করে গড়ে উঠেছে শয়ে শয়ে দোকান। একেকটি দোকানের বরাদ্দ বাবদ দশ থেকে পনেরো লাখ টাকা নেয়া হয়েছে। আর এভাবেই অবৈধ বরাদ্দ দিয়ে হাতিয়ে নেয়া হয়েছে কোটি কোটি টাকা।
বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে। শিগগিরই পার্কিং দখলমুক্ত করা হবে।
তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে অনেক জঞ্জাল পেয়েছি। সেসব অবৈধ দোকানপাট সব উচ্ছেদ করা হবে।
দক্ষিণ সিটির ৮৬ টি মার্কেটের শুধু পার্কিং নয়, লিফট ও অগ্নিনির্বাপণের জায়গাও অবৈধ দখলে রয়েছে।