DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন তামিম

News Editor
নভেম্বর ১০, ২০২০ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের প্লে-অফ পর্বে খেলবেন তামিম ইকবাল।   মঙ্গলবার সকাল ১০ টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দেন তামিম ইকবাল। যাওয়ার আগের দিনগুলোতে রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান রানের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তামিমকে। এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল পিএসএল। তবে করোনাভাইরাসের কারণে মাঝপথে থমকে গিয়েছিল টি-২০ টুর্নামেন্টটি।  ১৪ নভেম্বর থেকে শুরু হবে অবশিষ্ট অংশের খেলা। লাহোর কালান্দার্সের  অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিস লিন নিজের নাম প্রত্যাহার করায় তার বদলি হিসেবে বাংলাদেশের তামিম ইকবালকে নেয় দলটি। শীর্ষে থেকে লিগ পর্ব সম্পন্ন করা মুলতান সুলতানস ইংলিশ অলরাউন্ডার মঈন আলির পরিবর্তে দলে ভিড়িয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু দেশ ছাড়ার আগে করোনভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলা হচ্ছে না রিয়াদের।  

 

২৪ঘন্টায় করোনায় আক্রান্ত ১৬৯৯ জন,১৬ জনের মৃত্যু মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৯৯ জন আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০৮ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৯৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত হলো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন করোনা রোগী।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।

মেজর সিনহা হত্যা: পরবর্তী শুনানি ১৩ ডিসেম্বর

এর আগে সোমবার (৯ নভেম্বর) দেশে আরও আরও ১ হাজার ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৫ জন।

আরো পড়ুন :  আরাকান ছিল বাংলাদেশের অংশ

এদিকে করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্বের অধিকাংশ দেশ। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ১২ লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ। মারা গেছেন প্রায় সাড়ে পাঁচশ। এ অবস্থায় আবারও বিধি নিষেধ আরোপ করেছে হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশ।

করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও আবারও আশঙ্কাজনকহারে বাড়ছে।

ইসরাইলেও বেড়েছে সংক্রমণ। কোভিড নাইন্টিন শনাক্তে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ফাস্ট ট্র্যাক কোভিড শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে।

করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল ইউরোপের বিভিন্ন দেশ। হাঙ্গেরিতে মহামারি নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফেসবুকে এক ভিডিও বার্তায় রাত ৮টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করার কথা জানান তিনি। সন্ধ্যা ৭টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ সীমা পৌঁছেছে বেলজিয়ামেও। সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে আবারও আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটি।

সুইজারল্যান্ডেও করোনা পরিস্থিতি অবনতির দিকে। করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।

সংক্রমণ বাড়ায় পিসিআর টেস্টের পাশাপাশি নিঃশ্বাসের মাধ্যমে করোনা শনাক্ত করা যায় এমন পদ্ধতি আবিষ্কার করে তা প্রয়োগ করেছে সিঙ্গাপুর। মাত্র এক মিনিটেই জানা যাবে কেউ করোনা পজিটিভ কিনা।    

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬