জেলা প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে গত দুইদিনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে দালাল সহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৬ই জানুয়ারী ভোররাতে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে অভিযান চালিয়ে উপজেলার বাঘাডাঙ্গা মাঠের ভিতর থেকে ২জন নারী এবং বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১জন পুরুষ আটক করে। অন্যদিকে ৭ই জানুয়ারী ভোরে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে উপজেলার সোনাইডাঙ্গা ও বেতবাড়িয়া মাঠের ভিতর থেকে ৩জন নারী, ৬জন পুরুষ ও ১জন শিশুকে আটক করে যাদবপুর বিওপির টহল দল। আটককৃতরা জানায়, তাদের বাড়ি নেত্রকোনা, মৌলভী বাজার, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ জেলায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীদের কে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।