শিরোনাম:
বাঘাইছড়িতে পাহাড়ি তিন গ্রুপের বন্দুকযুদ্ধে
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১০৭৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তালুকদারপাড়ায় পাহাড়ের আঞ্চলিক ৩সংগঠন জেএসএস (সন্তু), জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে।
এ সময় উভয় পক্ষ মধ্যে প্রায় ৭০০রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আজ শনিবার (৯জানুয়ারী) দুপুরের দিকে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইন শৃংখ্যলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় এলাকাবাসী আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। এ ঘটনায় ঈমামপাড়া জামে মসজিদের ইমামের রুমের দেয়াল ও আব্দুর শুক্কুরের বাসা থেকে বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।


















