নিউজ ডেস্ক:রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঘটনায় ইংলিশ মিডিয়াম স্কুলটির সহপাঠী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিক্ষোভ করেছেন।
শনিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় ধানমণ্ডি ২৭ নম্বরের সাম্পান রেস্টুরেন্টের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা গ্রেফতারকৃত অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।
একই সঙ্গে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করে আগামী সাতদিনের মধ্যে এই হত্যার ঘটনার বিচার কাজ শুরু করার দাবি জানান তারা। শুধু এই ঘটনাই নয়, দেশে আর যেন কোনো ধর্ষণের ঘটনা না ঘটে সে বিষয়ে রাষ্ট্রের কাছে দাবি জানান তার শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা।
প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষক ও অভিভাবকরা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি নিজ ছেলে-মেয়ের বিষয়েও যেন সচেতন হন তার আহ্বানও জানান।