আন্তর্জাতিক ডেস্ক:উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজৌরা জেলার আল-বিফি এলাকার একটি তেলের পাম্পে বিস্ফোরণের ঘটনায় ‘কয়েকজন বাংলাদেশি’ আহত হয়েছেন।
ব্রিটিশ-লিবিয়ান উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত গণমাধ্যম লিবিয়ান এক্সপ্রেস শনিবার জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণটি হয়।একই পাম্পে আগুনও লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনা বিস্ফোরণ থেকে ঘটেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েক জন বাংলাদেশি আহত হয়েছেন।এই প্রতিবেদন লেখ পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য লিবিয়া অবজারভারেও এই খবর নিশ্চিত করা হয়েছে। অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, আহত এক বাংলাদেশি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা কবলিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছুটির সন্ধ্যায় তেলের পাম্পে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় চারদিক ধোঁয়ায় ঢেকে যায়।
তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম ‘আকর্ষণীয়’ একটা দেশ। অনেক বাংলাদেশি কর্মী দেশটিতে আছেন। যুদ্ধকবলিত পরিস্থিতিতে সেখানে মাঝে মাঝে তারা বিপদে পড়েন।
২০২০ সালের মে মাসে দেশটিতে ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা।