জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় গাঁজা, তাড়িসহ দুজন আটক হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরগঞ্জ থেকে তাঁদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর পীরগঞ্জ গ্রামের মৃত হাসেম আলী বিশ্বাসের ছেলে সদর উদ্দিন ওরফে ফজলু (৫৫) এবং ফজলুর ছেলে ছোটন ওরফে কালু (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে ঠাকুরপুর পীরগঞ্জ গ্রামের সদর উদ্দিন ওরফে ফজলুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
আটক ফজলুর ঘরে তল্লাশি চালিয়ে ৩০ লিটার তাড়ি উদ্ধার করা হয়। একই সময় তাঁর ছেলে ছোটন ওরফে কালুকে আটক করা হয় এবং তাঁর ঘরের সামনে থেকে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ফজলুকে ২ মাসের ও তার ছেলে কালুকে ৬ মাসের কারাদণ্ডসহ উভয়কে ৫ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।