শিরোনাম:
কোটালীপাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১১৬১ বার পড়া হয়েছে
কোটালীপাড়া(গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইমুনজ্জামান সিনতেরে (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
আজ সোমবার বিকাল ৩ টার দিকে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি-টুঙ্গিপাড়া সড়কের লোহারংক গ্রামের মনির দাড়িয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাইমুনজ্জামান সিনতেরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা মটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
এত ঘটনাস্থলেই কলেজ ছাত্র সাইমুনজ্জামান সিনতেরে নিহত হয়। নিহত সাইমুনজ্জামান সিনতেরে উপজেলার মাঝবাড়ি গ্রামের আলীউজ্জামান দাড়িয়ার ছিল। কোটালিপাড়া উপজেলা প্রতিনিধি মো হোসেন আলী।
















