জেলা প্রতিনিধি:মেহেরপুরে বিস্ফোরক মামলায় বাকীরুল (৩৫) নামের একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর জেলা জজ আদালত।সোমবার সকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩ ও ৪ ধারায় এই রায় ঘোষণা করেন।
আসামী বাকিরুল গাংনী উপজেলার গুচ্ছ গ্রামের মৃত আরজ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামী বাকিরুল পলাতক ছিলেন।মেহেরপুর সদর থানায় ২০১৩ সালে এই মামলা করা হয়। যার জি, আর নং ছিলো- ৭৭/২০১৩ ও ০৭/১৩।
২০১৩ সালে মেহেরপুর পৌর সভার কাথুলী রোডে মৃত দুখু শাহার ছেলে আব্দুল মান্নানের ভাঙ্গড়ির দোকানের সামনে পাকা রাস্তার উপর বিস্ফোরণ হয়। এ বিষয়ে একটি মামলা হয়। সেই মামলার রায়ে আজ আসামী বাকিরুলের ১০ বছর কারাদন্ড দেয় জেলা জজ আদালত।
এসময় রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম।