শিরোনাম:
মেহেরপুর পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৩৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১০৯৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ লিখন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত লিখন মিয়া মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই অজয় কুমারের নেতৃত্বে ডিবির একটি দল রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের কাছ থেকে লিখন মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ডিবির এসআই আহসান, জসিম উদ্দিনসহ ডিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


















