DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর ফেনসিডিল রাখার দায়ে এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড

DoinikAstha
জানুয়ারি ১২, ২০২১ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:ফেনসিডিল রাখার দায়ে ইসমাইল আলী ওরফে রুবেল নামের এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা আদায়ের রায় দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। মামলার অপর আসামী ডাবলুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস প্রদান করেন। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন ওরফে রুবেল ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভাটির লক্ষ্মীপুর চুনারঘাট গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ আগস্ট গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তেঁতুবাড়িয়া পাগলা ব্রিজের ওপরে একটি সিএনজি আটক করে। এসময় সিএনজির মধ্যে থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ রুবেল এবং গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আব্দুল বারীর ছেলে ডাবলুকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় গাংনী থানার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (১) ধারায় একটি মামলা দায়ের করে। যার জি আর কেস নং-৫৩/২০১৬। স্পেশাল ট্রাইব্যুনাল কেস নং-২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে কামরুল হাসান ও রোকেয়া খাতুন কৌশলী ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০