শিরোনাম:
কোতোয়ালি থানাধীন রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১০৬২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা ৮ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন।আটক দুজন হলো– মো. মুনতাসিরুল ইসলাম চৌধুরী ওরফে ইমতিয়াজ এবং লিয়াকত আলী।
মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে বিশেষ অভিযান পরিচালনা করে ইমতিয়াজকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে এই ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লিয়াকত আলী নামে একজনের কাছ থেকে কিনেছে বলে জানায়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমতিয়াজকে নিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানা পুলিশের সহায়তায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী লিয়াকত আলীকে আটক করা হয়। তাদের দুই জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


















