চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পৃথক তিনটি অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদসহ তিন জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে দু‘জনকে ৬ মাস ও একজনের ৩ মাসের কারাদন্ডসহ এক হাজার ৫‘শ টাকা জরিমানা করেছে।
এরা হলো, দামুড়হুদা উপজেলা লোকনাথপুর মাঝেরপাড়া দরবেশ আলী শাহর ছেলে শাহজাহান আলী (৫২) দামুড়হুদা দশমী পাড়ার মোহাম্মদ মন্টু মন্ডল (৪৫) ও দর্শনা জয়নগর গ্রামের মোঃ সাদ্দাম হোসেন ওরফে জাম্বু (৩৯)।
বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আট করে। বিকেলেই তাদেরকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান,সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টিম দামুড়হুদা ও দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালায়।
প্রথমে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর মুরগি ফার্মের পিছন থেকে ১‘শ গ্রাম গাঁজাসহ দামুড়হুদার উপজেলা সদরের মন্টু মন্ডল ও লোকনাথপুর মাজের পাড়ায় শাহজাহান শাহ এবং সর্বশেষ বিকেলের দিকে দর্শনা চেকপোস্ট জয়নাগর থেকে মোঃ সাদ্দাম হোসেন ওরফে জাম্বুকে চুলায় মদসহ আটক করা হয়।
আটকের পর নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মন্টু মন্ডল ও শাহজাহানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫ শত টাকা করে এক হাজার টাকা জরিমানা, এবং মোঃ সাদ্দাম হোসেন ওরফে জাম্বুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫শত টাকা জরিমানা করেন। পরে তাদেরকে চুয়াডাঙ্গা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। # #