শিরোনাম:
খুলনায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / ১০৬৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:খুলনা-সাতক্ষীরা সড়কে জিরোপয়েন্ট নামক স্থানে ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জিরোপয়েন্ট শিকদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাদের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে ওই দুইজন খেজুরের রস নিয়ে খুলনার দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামি ওই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ওই দুইজন সড়কে সিটকে পড়লে ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ট্রাক চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।


















