DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২২শে জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ২২শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

DoinikAstha
জানুয়ারি ১৬, ২০২১ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:বেলাবতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম তানজিনা আক্তার বেলী (২৭)। তিনি উপজেলার বীর বাঘবের গ্রামের আলআমিন সরকার ওরফে সজিব মিয়ার স্ত্রী ও নরসিংদী সরকারি কলেজের মাস্টার্সের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই কলেজছাত্রীর স্বামী আল আমিন সরকার ওরফে সজিব মিয়া বেলীকে কলেজে কোচিং করার জন্য মোটরসাইকেলে করে নিয়ে যায়। এ সময় বীর বাঘবের নতুন বাজার নামক স্থানে পৌঁছালে একটি অটোকে ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে বেলী ছিটকে পড়ে যায়। এ সময় পোড়াদিয়াগামী সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি কাভার্ড ভ্যান কলেজছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেলাব ফায়ার সার্ভিস অফিসের লিডার মো. জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এসময় নিহত ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

বেলাব থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে নিহত কলেজছাত্রীর অভিভাবকরা রাজি না থাকায় এখনও মামলা করা হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]