আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনটি যুক্তরাষ্ট্রের দশ অঙ্গরাজ্যে ছড়িয়েছে বলে জানিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। আগামী মার্চ মাসের মধ্যেই সেখানে নতুন ধরনটি আগেরটির চেয়ে বেশি ছড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। শনিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শুক্রবার সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করা সিডিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বি.১.১.৭ নামে পরিচিত করোনার নতুন ধরনটির উপস্থিতি এখন পর্যন্ত কম। তবে আগের ধরনের চেয়ে বেশি সংক্রামক হওয়ায় মার্চের মধ্যেই দেশটিতে সবচেয়ে বেশি ছড়াবে এই ধরন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দশটি অঙ্গরাজ্যে ৭৬ জনের যুক্তরাজ্যের করোনার ধরনটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাজ্যে জনস্বাস্থ্য নিয়ে কাজ করা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে পাওয়া করোনার নতুন ধরন আগেরটির চেয়ে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক। এতে আক্রান্ত হলে অসুস্থতা আরও বাড়ে কিনা সে ব্যাপারে গবেষকরা এখনও কিছু জানাতে পারেননি। তবে নতুন ধরনটিতে করোনা টিকা কাজ নাও করতে পারে জানিয়েছিলেন তারা।
জানা গেছে, যুক্তরাজ্যের ধরনটির মতোই আরো নতুন দুটি ধরন পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে।জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ২৪ হাজার ৮১ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ৯৫৫ জন।