আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বুধবারের ক্ষমতাগ্রহণকে সামনে রেখে ছুটির দিন রোববার সহিংস বিক্ষোভ-প্রতিবাদ হওয়ার আশঙ্কায় দেশটির রাজধানী ওয়াশিংটনসহ ৫০টি অঙ্গরাজ্যেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ট্রাম্প সমর্থক ও কট্টরপন্থি অনলাইন নেটওয়ার্কগুলোর পক্ষ থেকে রোববার সশস্ত্র বিক্ষোভের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে এ দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কিছু কিছু মিলিশিয়া তাদের অনুসারীদের এ দিনের বিক্ষোভে অংশ নিতে মানাও করেছেন। এ দিন কড়া নিরাপত্তা ও পুলিশের ফাঁদ পাতা কর্মসূচি হতে পারে বলে সতর্ক করেছেন তারা।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর আগে সতর্ক করেছে যে, দেশজুড়ে সব অঙ্গরাজ্যে ট্রাম্প সমর্থকেরা সশস্ত্র অবস্থায় হামলা চালাতে পারে।
ওয়াশিংটন ক্যাপিটলের পুলিশ গতকাল শনিবার একজনকে আটক করেছে। পুলিশ জানায়, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে দুটি পিস্তল ও ৫০৯টি গুলিসহ আটক করা হয়েছে। ওই ব্যক্তি একটি পিকআপে করে ইউএস ক্যাপিটলের নিকটবর্তী একটি প্রবেশাধিকার সংরক্ষিত এলাকায় ঢোকার চেষ্টা করছিল।
আগামী বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। তবে বাইডেনের টিম করোনার কারণে দেশবাসীকে রাজধানীতে না আসার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়রসহ স্থানীয় কর্মকর্তারা জনগণকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান দূর থেকে দেখার পরামর্শ দিয়েছেন।
এদিকে বাইডেনের শপথের দিন সকালেই হোয়াইট হাউস ছাড়বেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে বাইডনের শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকার বিষয়টি মোটামুটি নিশ্চিত।
কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষমতাগ্রহণ উপলক্ষে ভ্রমণ না করতে লোকজনকে অনুরোধ করেছে বাইডেন টিম। ডেমোক্র্যাট নেতারা জনগণকে ঘরে বসেই ক্ষমতাগ্রহণের অনুষ্ঠান দেখতে বলেছেন।