জেলা প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আসমা খাতুন (২৬) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের অভিযোগ আসমাকে শ্বশুর বাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা শেষে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা শেষে আত্মহত্যা বলে প্রচার করছেন।
বুধবার বিকাল ৪টার দিকে স্বামীর ঘরের আড়া থেকে মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল।
আসমা ইসলামনগর গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। ২ কন্যা সন্তানের জননী
নিহত আসমা খাতুনের খালাতো বোন শাম্মী আক্তার জানান, আসমার স্বামী এক বছর আগে বিদেশ গিয়েছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আসমার শ্বশুর বাড়ির লোকজন তাকে নানাভাবে অত্যাচার করে আসছিল। আসমাকে তার শ্বশুর বাড়ির লোকজনই শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে বলে মনে হচ্ছে।
মেহেরপুর সদর থানার এস আই শরিফ হাবীব জানান, খবর পেয়ে আসমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোন আঘাতের আলামত নেই। হত্যা,নাকি আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে,বিষয়টি বোঝা যাবে।