জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আখতার।
যশোরের উপপরিচালক আরো বলেন, ‘এ জেলায় অসংখ্য অবৈধ ইটের ভাটা গড়ে উঠেছে। এদের কারো পরিবেশের ছাড়পত্র নেই। আগামীকালও অভিযান চলবে।’ঝিনাইদহ জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় কমপক্ষে ১২৯টি ইটের ভাটা রয়েছে। এর মধ্যে মাত্র সাতটি বৈধভাবে পরিচালিত হচ্ছে।
এদিকে, লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালিত হলেও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ঝিনাইদহের সহকারী কমিশনার হাবিবুর রহমান জানান, চালু ভাটাগুলোর লাইসেন্স থাকুক আর না থাকুক, ভাটাপ্রতি চার লাখ ৫০ হাজার টাকা করে ভ্যাট আদায় করা হচ্ছে। এ নিয়ে ভাটা মালিকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।