আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন এই তথ্য জানান। এসব অস্ত্রের মধ্যে রয়েছে সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র ও সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান। বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ২৭ জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন।
অ্যান্টনি জে ব্লিংকেন জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন, যা পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নতুন প্রশাসন এ ধরনের যাচাই করে থাকে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পররাষ্ট্রনীতি প্রসারিত করা এবং দেশের কৌশলগত লক্ষ্যের অগ্রগতির জন্য এই যাচাই করা হয়েছে।