শিরোনাম:
ভারত থেকে যে টিকা এসেছে এটি নিরাপদ :ডা. সেব্রিনা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেছেন, ভারত থেকে যে টিকা এসেছে এটি নিরাপদ। পৃথিবীতে করোনার যতো টিকা আবিষ্কার হয়েছে সেগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সবচেয়ে নিরাপদ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম বুথ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
সেখানে চারটি রেজিস্ট্রেশন পয়েন্ট ও চারটি ভ্যাকসিন পয়েন্টের মাধ্যমে বিএসএমএমইউ’র স্বাস্থ্যকর্মীরা টিকা গ্রহণ করেন।ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, যেকোনো টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হয়। মানুষকে সচেতন করতেই আমরা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলছি। সুতরাং দেশের মানুষ নির্ভয়ে এ টিকা নিতে পারেন।

















