জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর সভায় ভোট চালাকালে শনিবার সকাল দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক গুরুত্বর আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে।
সকাল ১১টার দিকে হরিণাকুন্ডু পৌরসভার ৫ নং ওয়ার্ডের জোড়াপুকুর-মান্দারতলা কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থী বোতল মার্কা ও উটপাখি মার্কার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভোট কেন্দ্র ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে কাউন্সিলর পার্থী সিদ্দিক মাস্টারের (উট পাখি মার্কা) সমর্থক সাগর (৪২) নামে একজন দায়ের আঘাতে মাথায় গুরুতর আহত হয়েছেন। তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাগর আলী মান্দারতলা গ্রামের বাসিন্দা।
সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গুলি ছোঁড়ে পুলিশ। এই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোটগ্রহণ শুরু হবে।
অন্যান্য কেন্দ্রগুলোতে কঠোর আইনপ্রয়োগের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে র্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে।
৩য় ধাপের পৌরসভা নির্বাচনে শনিবার সকাল থেকে ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কোটচাঁদপুর পৌর সভায় ভোটগ্রহণ চলছে।