জেলা প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে মুকুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শিরিলি মদনপুর গ্রামে ঘটনাটি ঘটে।নিহত মুকুল ওই গ্রামের আমিন মোড়লের ছেলে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- শিরিলি মদনপুর গ্রামের মোন্তাজ আলীর ছেলে টিপু সুলতান, ওই গ্রামের ইনতাজ আলীর দুই ছেলে দিপু হোসেন ও রায়হান হোসেন, উপজেলার কাশিপুর গ্রামের মহিদুল ইসলামের দুই ছেলে আসাদুল ইসলাম ও সাজেদুল ইসলাম।
নিহতের স্ত্রী লায়লা খাতুন বলেন, আগে মাদকের ব্যবসা করলেও দুই বছর আগে সব ছেড়ে দেন আমার স্বামী। শুক্রবার রাতে আমার স্বামী সাড়াপোল বাজারে ছিলেন। তখন ইনতাজ আলীর স্ত্রী মাজেদা মোবাইলে তাদের বাড়িতে ডেকে নেন তাকে। তখন আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে খুন করেন তারা।মুকুল হত্যার ঘটনায় নিহতের পিতা আমিন মোড়ল বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে মণিরামপুর থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ৩-৪ দিন আগে শিরিলি মদনপুর গ্রামের পশ্চিমপাড়ার মোন্তাজকে মারপিট করেন মুকুল। শুক্রবার রাতে মোন্তাজের বাড়ির পাশে নিজের মাছের ঘেরে যান তিনি। ওই সময় মোন্তাজের ছেলে টিপুর চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে মুকুলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর রাত ১০টার দিকে ওই গ্রামের কবরস্থানের নিকট দুর্বৃত্তরা মুকুলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, নিহত মুকুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার নামে মণিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় মুকুলের পিতা আমিন মোড়ল বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। তিনজন গ্রেফতার আছে। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।