শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তা ভোরের পাতাকে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার দিবাগত রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাংবাদিকতায় ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য আশরাফুল আলম খোকন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। সেই জন্য তিনি ছুটি নিয়েছেন।
২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয় আশরাফুল আলম খোকনকে। সেই সময় গ্রেড ৪ এর ৩ ধাপের সর্বোচ্চ পদে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দেয়া হয়।
এর আগে আওয়ামী লীগের ২০০৯-২০১৪ মেয়াদের শেষের দিকে (১৮ আগস্ট, ২০১৩) এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে যোগদান করেন আশরাফুল আলম খোকন। পরের বছর তার মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদকালীন অর্থাৎ গত মেয়াদের শেষ দিন পর্যন্ত নবায়ন করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।