রাজধানীতে প্রবাসীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারক গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ওমান প্রবাসীদের কাছ থেকে ধার নেয়ার পর কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলায় পলাতক আসামি মো. শফিকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে র্যাব।বুধবার র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
আসামির প্রতারণা সম্পর্কে এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (৫৯) ওমানে থাকা অবস্থায় এক প্রবাসীর (বাদী) থেকে বিভিন্ন সময় ধারের কথা বলে ১ কোটি ২ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাদী টাকা চাইলে মো. শফিকুল বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দেয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে ২০১৪ সালেও টাকা নিয়ে প্রতারণার করার জন্য এক প্রবাসী বাদী হয়ে মামলা করেছিলেন। সেই মামলায় মো. শফিকুল ইসলাম ভূঁইয়া আদালতে হাজির না হওয়াতে আদালত তখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তিনি ওমানে থাকা অবস্থায় আরো অনেক প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে বিশাল সম্পদের মালিক হয়ে যান। আসামিকে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রতারণার সঙ্গে জড়িত সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখবে র্যাব।

















