নর্তুকি নাচিয়ে শত কোটি টাকা ব্যয় করা হলেও মেধাবী ও বিজ্ঞানীদের মূল্যায়ন করা হচ্ছে না (ছাত্রআন্দোলন সেক্রেটারী)
মোঃ আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মদ আল আমিন বলেছেন, ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জান-মালের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়। যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করা হয়েছিলো তা ৫০বছরেও পুরণ হয়নি। ৫০ বছর ধরে বাংলাদেশকে শাসনের নামে শোষণ করেছে শাসকগোষ্ঠি। দেশ ও দেশবাসীর উন্নয়নের কথা না ভেবে তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে।
করোনার অজুহাতে শিক্ষাঙ্গনে তালা ঝুলছে অথচ সারাদেশের কোথাও কোন কিছু বন্ধ নেই। কক্সবাজারসহ বিনোদনের স্পটগুলোতে উপচেপড়া ভীড় দেখা যাচ্ছে সর্বত্র। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা চলছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর গবেষণা হয় না, সেখানে গুন্ডামীর কৌশল করা হচ্ছে বলেও জানান তিনি। শনিবার সকাল ১১টায় শহরের টিএন্ডটি রোডস্থ একটি কনভেনশন সেন্টারে ঝালকাঠি জেলা ইসলামী ছাত্রআন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি আরো বলেন, খেলার নামে নর্তুকি সাজিয়ে নাচিয়ে শত শত কোটি টাকা খরচ করা হয়, রোবট সোফিয়ার পিছনে ১৩কোটি টাকা খরচ করা হয়।
অথচ এদেশের বিজ্ঞানীদের গবেষণা সহায়তায় কোন পৃষ্ঠপোষকতা করা হয় না। ছাত্রআন্দোলন প্রতিষ্ঠার ৩০ বছরে যে সকল কর্মীরা বিভিন্ন কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করছেন তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কৃতিত্বের অবদান রাখছেন। এসময় প্রধান অতিথি ঝালকাঠি জেলা ছাত্রআন্দোলনের ২০২০ সালের কমিটি বিলুপ্ত করে ২০২১ সালের জন্য এম নাইম খানকে সভাপতি, মোস্তাফিজুর রহমানকে সহসভাপতি ও মো. রবিউল ইসলামকে সেক্রেটারী করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন। পরবর্তিতে নেতৃবৃন্দকে সমন্বয় করে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, শুরা সদস্য মো. রেজাউল করীম, হাফেজ আরিফ বিল্লাহ, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মো. আলমগীর. সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন, জেলা যুবআন্দোলন সেক্রেটারী ইব্রাহিম আল হাদী, শ্রমিক আন্দোলন সভাপতি আ. কুদ্দুস। সংগঠনের জেলা সভাপতি এম নাইম খানের সভাপতিত্বে সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান।