DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিষের বোতল হাতে করে ডিসির কার্যালয়ে বৃদ্ধ আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন

DoinikAstha
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

নিজের বসতভিটা নাতির নামে লিখে দিয়ে বিপত্তি। নাতি আকাশসহ ৮০ বছরের বৃদ্ধ এখন বাড়িছাড়া। পুত্রবধূ কর্তৃক বিতাড়িত হওয়ায় ৮০ বছরের এক বৃদ্ধ আত্মহত্যার জন্য অনুমতি চেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মুসা করিম এ আবেদন জানান।

কোমরপুর গ্রামের মৃত ফজের হালসানার ছেলে মুসা করিম তাঁর আবেদন পত্রে উল্লেখ করেছেন, আমার যে জমি জায়গা ছিল সেগুলো সবার নামে সমবণ্টন করে দিয়েছি। অবশিষ্ট যে বাড়ির জায়গাটি রয়েছে সেটি আমার নাতি আকাশের নামে লিখে দিয়েছি।

বিষয়টি জানতে পেরে আমার বড় ছেলে লালচাঁদের স্ত্রী আসমা খাতুন আমাকে ও আমার নাতি আকাশকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক জায়গায় ঘুরাঘুরি করেছি কিন্তু কেউ আমাকে বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেনি। সে কারণে বাধ্য হয়ে বিষের বোতল হাতে করে জেলা প্রশাসকের কাছে আবেদন জানাতে এসেছি।

বৃদ্ধ মুসা করিম বলেন, হয় আমাকে আমার বসত বাড়িতে ফিরিয়ে দিতে হবে, নতুবা আমাকে বিষ খাওয়ার অনুমতি দিতে হবে। বৃদ্ধ মুসা করিম মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিষের বোতল হাতে করে আবেদন নিয়ে হাজির হন। পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বৃদ্ধর হাত থেকে বিষের বোতল নিয়ে তাঁর অভিযোগটি দেখার জন্য জরুরিভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০