প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা পীরপুরকুল্লাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজি আলি আজগার টগর।
গতকাল বুধবার পর্যায়ক্রমে তিনটি প্রতিষ্ঠানেই সশরীরে যেয়ে তিনি এ নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। দুনিয়ায় আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আ.লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, বিশ্বাসী গণতন্ত্রে। তাই দেশের মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে ১ বছরের মধ্যে দামুড়হুদা জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ করা হবে। এ ভবনের কাজটি করবেন মের্সাস সার্জিল কন্সট্রাশন।
জয়রামপুর মাধ্যমিক বিদ্যলয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলি আহাম্মদ সোনা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, শিক্ষা প্রকৌশলী ফজলুর রহমান,
হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহাম্মদ। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জত হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলি স্বপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিল্পব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাহানুল ইসলাম, জালাল, মকুল মালেকসহ স্কুলের শিক্ষক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।
এদিকে, বেলা ২টার দিকে দামুড়হুদা পীরপুরকুল্লাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে চারতলা ভবনে মুনসুর আলী (বাগের) সভাপতিত্বে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজি আলি আজগার টগর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকুর রহমান শফিক মাস্টার, সাধারণ স¤পাদক নজীর আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক স¤পাদক জাহিদুর রহমান মুকুল, কৃষকলীগের সাধারণ স¤পাদক সাজেদুর বিশ্বাস মিঠু, ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান কচি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস, সহসভাপতি তুহিন আক্তার, ছাত্রলীগ নেতা শাহজাহান, রাব্বী, রিয়াদ, শিবলু, মানিক, সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস।
এর আগে দুপুর ১টার দিকে দামুড়হুদা কুড়ুলাছি মাধ্যমিক বিদ্যলয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজি আলি আজগার টগর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে এ নির্মাণ কাজ হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল¬াহ বাহার, কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গণি। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, জহির, মিজান, বাবু প্রমুখ।