সাতক্ষীরা পৌর নির্বাচনে নির্বাচিত হলেন যারা
রেজওয়ান উল্লাহ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার পৌর নির্বাচনে ২৫ হাজার ৮৮ টি ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। কঠোর নিরাপত্তা ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্য তিন মেয়র প্রার্থীর মধ্যে নৌকার নাসেরুল হক পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট ও হাতপাখা প্রতীকের মুস্তাফিজ উর রউফ পেয়েছেন এক হাজার ৬৭৯ ভোট। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু ও ৯নং ওয়ার্ডে শেখ শফিকউদ্দৌলা সাগর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যথাক্রমে নুরজাহান খাতুন নুরী, অনিমা রানী মন্ডল ও ফারহা দীবা খান সাথী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে ৬২ দশমিক ৮৪ শতাংশ।