ঘটনার ৩ দিনের মধ্যে ৩ ছিনতাইকারী আটক, তারপরও স্বস্তি নেয় জনমনে।
পূর্ণিমা হোসাইন, ভৈরব প্রতিনিধি: গত ১৩ ফেব্রুয়ারী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত নিতাই চন্দ্র সাহার হত্যাকারীদের ৩ দিনের মধ্যে মূল হোতাসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ ও ভৈরব র্যাব ক্যাম্প। গত সোমবার ভৈরবপুর দক্ষিণ পারা থেকে জীবন মিয়া (৩০) এবং মোঃসজল মিয়া(২৫)সহ ২ জন ছিনতাইকারী আটক করেছে ভৈরব থানা পুলিশ এবং মঙ্গলবারে হত্যার মূল হোতা খোকন মিয়াকে আটক করেছে ভৈরব র্যাব ক্যাম্প।
গত শনিবারে ভোর বেলা হাঁটতে বের হয়ে ছিনতাইকারীর কবলে পরে প্রাণ হারায় ভৈরব বাজারের বস্তা ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা (৬৫)। ভোর বেলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে হাঁটতে গিয়ে ছিনতাইকারীরা তাকে আটক করে এবং এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর আতংক ছড়িয়ে পড়ে পুরো ভৈরবে।
ছিনতাইকারীরা আটক হওয়ার পরেও আতংক কাটছে না ভৈরববাসীর মন থেকে। ভৈরবের সাধারণ মানুষ বলছে এইসব ছিনতাইকারী আজ আটক হয়েছে কয়েকদিন পর আবার জামিনে ফিরে আসবে আবার কারো প্রাণ নিয়ে নিবে আবার ছিনতাই করবে। ভৈরবকে পুরোপুরি ছিনতাইমুক্ত চায় ভৈরবের সর্বস্তরের জনগন।